GoomZoom
Nonstop Entertainment

৮৩ বছরের ঠাম্মি ওয়েট লিফটিং করছেন অবলীলায়! ভিডিও ভাইরাল নেটপাড়ায়

বয়স একটা সংখ্যা মাত্র, প্রচলিত এই প্রবাদ কথাটি প্রমাণ করেছেন বহু ক্রীড়াবিদ থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষ। রুপোলি পর্দায় অভিনেতা অভিনেত্রীরা যেমন বয়সকে হার মানিয়ে উপহার দিয়েছেন একের পর এক সিনেমা তেমনি বহু ক্রীড়াবিদ সেঞ্চুরি করেছেন কিংবা গোল করেছেন বয়সকে হার মানিয়ে।

ফিটনেস আর পরিশ্রমের উপর ভিত্তি করে নিজেদের বয়সকালেও করে তুলেছেন অপ্রতিরোধ্য, যা দেখে সত্যিই হিংসে হয়।সম্প্রতি এমনই এক ঠাম্মির সন্ধান পাওয়া গেছে নেট দুনিয়ায়। তার ওয়েট লিফটিং ভিডিও দেখে তাজ্জব হবেন আপনিও।

ওনার বয়েস ৮৩ বছর, সত্যিই বয়েস কোনো বাঁধাই না, রীতিমত বডি বিল্ডারদের মত ওয়েট লিফটিং করছেন তিনি। কিন্তু কীভাবে সম্ভব?

৮৩ বছর বয়স মানেই যেখানে কোমর বাতের যন্ত্রণা নিয়ে রাত্রে অস্থির সেখানে তিনি পুরো ফিট। এই বয়সে ২৫ কেজি ওজন তুলছেন। শুধু তাই না, রীতিমত সিট আপ দিচ্ছেন, করছেন ডন বৈঠক এবং অন্যান্য শারীরিক কসরত।এই ভিডিও ভাইরাল হতেই সকলেই চমকে ওঠেন।

দ্রুত ভাইরাল হয় এই ভিডিও। অনেকেই এই ভিডিও দেখে বাহবা জানিয়েছেন প্রবল ইচ্ছাশক্তি আর পরিশ্রমের উদাহরণ দেখে।

প্রসঙ্গত নেট দুনিয়ায় বহু মানুষ অদ্ভুত কাজ করেছেন, অনেকেই তাদের বয়সকে হার মানিয়ে এগিয়ে গেছেন নিজের কাজে। ভাইরাল হওয়া ভিডিও থেকে আমরা জানতে পারি।

 

 

View this post on Instagram

 

A post shared by Kiran Bai (@granny.trains)

Comments
Loading...
error: Content is protected !!