GoomZoom
Nonstop Entertainment

শাঁখা সিঁদুরে অনন্য মুখভঙ্গি, সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন বাঙালি গৃহবধূ!

বাঙালি গৃহবধূ মানেই হাতে শাঁখা পলা, সিঁথিতে চওড়া সিঁদুর পরে সারাদিন রান্নাবান্না করবে এরকমটা কিন্তু আর যুগ নেই। এখন ঘর সংসার সামলানোর সাথে সাথে বাইরের জগতকেও চেটেপুটে উপভোগ করছে বাঙালি গৃহবধূ।

অনেকেই বিয়ের পরেও চাকরি করেন কারণ ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া প্রতিটা মেয়ের দরকার। এখন সোশ্যাল মিডিয়ার যুগে অনেকেই অনলাইন বিজনেস শুরু করেছেন। সেই সঙ্গে কিছু গৃহবধূ আছেন যারা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করে উপার্জন করছেন। সম্প্রতি সেরকমই এক গৃহবধুর ভিডিও ভাইরাল হয়েছে।

মাম্পি নামের গৃহবধূ আগের টিকটকের ভিডিও বানাতেন। বেশ সুন্দরী এই মাম্পি সহজেই নিজের অনন্য মুখভঙ্গিমার মাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছিলেন। বর্তমানে টিকটক বন্ধ হয়ে যাওয়ায় তিনি অন্যান্য শর্ট ভিডিও প্লাটফর্ম গুলিতে নিজের ভিডিও আপলোড করছেন।

স্ন্যাক ভিডিও অ্যাপে তার আপলোড হওয়া একটি ভিডিও বর্তমানে বেশ ভাইরাল হয়েছে। যেখানে তাকে সাদা শার্ট ও লাল লং স্কার্ট পরে কাটা দেখা যাচ্ছে। কপালে চওড়া সিঁদুর, হাতের শাঁখা পলা, কানে ঝুমকো দুল পরে খোলা চুলে জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে এক্সপ্রেশন দিয়েছেন মাম্পি।

এই ভিডিওটি ইতিমধ্যেই লক্ষাধিক বার দেখা হয়ে গিয়েছে ইউটিউবে। আপনিও দেখুন সেই ভিডিওর এক ঝলক…

Comments
Loading...
error: Content is protected !!