GoomZoom
Nonstop Entertainment

কুমিরকে আছড়ে মারছে কুকুর! অসম লড়াইয়ের ভয়ানক ভিডিও দেখুন এখনই

জলে কুমির আর ডাঙায় বাঘ এই প্রাচীন প্রবাদ জনমানবের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসছে। জলে কুমিরের থাকা মানেই ভয়ের বিষয়।সম্প্রতি এরকমই গায়ে কাঁটা দেওয়া একটা ভিডিও ভাইরাল হয়। এই ভিডিও দেখেই কার্যত শিউরে উঠেছেন সকলেই।

দুটি কুকুরের সাথে জলের পারে লড়াই করছে একটি কুমির। ভিডিও প্রকাশ্যে আসতেই ভীষণ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি কুকুর জল খেতে নেমেছিল আর ঠিক সেই সময়েই পারে থাকা কুমিরটি তাকে কামড়ে ধরে। দুজনের মধ্যেই শুরু হয় মারামারি।

কুকুরটিও কুমিরকে কামড়ে ধরে, পাশে আরো একটি কুকুর ছিল, কিছুক্ষণ পরে সেও এই লড়াইয়ে অংশ নেয়।  জলের মধ্যেই চলতে থাকে তাদের এই মারামারি।

কিছুক্ষন পরেই কুকুরটি কুমিরের লেজ কামড়ে ধরে পারের দিকে আনার চেষ্টা করলে , ঘুরিয়ে ফের একবার কামড় দেওয়ার চেষ্টা করে কুমিরটি।

কিন্তু কুকুরটি কার্যত তাকে আধমরা করে ফেলে। কুমিরের কী হল তা জানতে আপনাকে দেখতে হবে ভিডিওটি…

নেট দুনিয়ায় এই ভিডিও চরম ভাইরাল হয় এবং প্রায় এক হাজার মানুষ এই ভিডিওটি শেয়ার করেছেন। নেট দুনিয়ায় আমরা অনেক ভিডিও দেখেই আনন্দ পাই কিন্তু এই ভিডিও মানুষের মনে শিহরণ জাগাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

Comments
Loading...
error: Content is protected !!