GoomZoom
Nonstop Entertainment

করোনায় যাত্রী কম! কলকাতা মেট্রো নিল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

রাজ্যে করোনার বাড়বাড়ন্ত এখন সামলানো যাচ্ছে না। আংশিক লকডাউন ডেকেও পরিস্থিতি এখনো আয়ত্তে আনা যায়নি। এই অবস্থায় যাত্রী সংখ্যা কমে যাওয়ার জন্য মেট্রো ট্রেনের সংখ্যা কমাতে বাধ্য হল কর্তৃপক্ষ।

সোমবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, আগামী ৬ মে অর্থাৎ বৃহস্পতিবার থেকে ২৩৮টির বদলে সোম থেকে শুক্রবার চলবে ২১৬টি মেট্রো। মূলত যাত্রীসংখ্যা কমে যাওয়াতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

শনিবার ২১৮টির পরিবর্তে চলবে ২১৬ এবং রবিবার ১০০টির বদলে চলবে ৯৮টি মেট্রো। আপাতত কবি সুভাষ স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত দিনে ১৪৯টি মেট্রো চলবে।

আর সময়সূচিতে কী কী বদল আসল?

সোমবার থেকে শুক্রবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার মেট্রো সকাল সাড়ে সাতটা থেকে পাবেন যাত্রীরা। দমদম থেকে দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে কবি সুভাষ মেট্রোর পরিষেবাও শুরু সকাল সাড়ে ৭টা থেকেই।

তবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার মেট্রো রাত ৮টা ৫৮ মিনিটের পরিবর্তে ছাড়বে ৮টা ৪৮-এ।

দমদম থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো রাত ৯টায়। আর কবি সুভাষ স্টেশন থেকে দক্ষিণেশ্বরের জন্যও শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়।

শনিবারও একই সময় শুরু ও শেষ মেট্রো পরিষেবা। আগের মতোই সকাল ৯টায় চালু হবে রবিবার সকালের মেট্রো চলাচল।

আর নতুন সূচি অনুযায়ী সোম থেকে শনির মতোই ছাড়বে রবিবারের শেষ মেট্রো।

Comments
Loading...