GoomZoom
Nonstop Entertainment

দুই পক্ষের দুই ছেলে, দ্বিতীয় স্ত্রী নুসরাত জাহানকে নিয়ে জমিয়ে দিওয়ালি কাটালেন যশ দাশগুপ্ত! ভাইরাল হলো দুই ছেলের ছবি

দেখতে দেখতে চলে গেলো দিওয়ালি। আলোর উৎসবে মানুষ জমিয়ে আনন্দ করেছে এই বছর। তবে এ বছর দিওয়ালিতে সবথেকে বড় বোমা ফাটালেন নুসরাত জাহান। সামনে এলো তার ছেলের ছবি।

গতকাল গোটা ইনস্টাগ্রাম জুড়ে ছিল নুসরাত এবং যশের ছবি। শুধু তাদের নয়, নুসরাত ঈশানকে নিয়ে ফটো তুলেছিলেন সেই ছবিটাও দিয়েছেন। সেই সঙ্গে দেখা গেল যশের আগের পক্ষের ছেলে রেয়াংশকেও।

রেয়াংশ ঈশান কে কোলে নিয়ে রয়েছে সেরকম একটি ফটো গতকাল মাঝরাতে ভাইরাল হয়েছে নুসরাতের একটি ফ্যান পেজ থেকে। যেখানে ঘুমন্ত ভাইয়ের দিকে আদুরে দৃষ্টিতে তাকিয়ে রয়েছে বড় দাদা। সেই ছবি দেখে মন গলে গেছে নেটাগরিকদের।

যারা এতদিন নুসরাত জাহানকে শাপ-শাপান্ত করেছিলেন তারাই আজকে দুই হাত তুলে আশীর্বাদ করছেন পুঁচকে ঈশানকে। সৎ দাদার সঙ্গে তার ছবি দেখে সকলেই ধন্য ধন্য করছেন।

বেগুনি রঙের পোশাকের সকলকেই লাগছিল ভীষণ ভালো। দাশগুপ্ত জাহান পরিবার যে অত্যন্ত সুখে রয়েছে তা তাদের কালকের ফটোগুলো দেখলেই স্পষ্ট হয়ে যাবে।

Comments
Loading...