বাবা সিনেমা পরিচালক, মা অভিনেত্রী, তাই স্বাভাবিকভাবেই ছেলেও যে ক্যামেরা ফ্রেন্ডলী হবে তা তো জানা কথাই। এর আগে বিভিন্ন ভঙ্গিমায় ছবি তোলার পোজ দিলেও এখন সে ক্যামেরার দিকে তাকিয়ে যেভাবে এক্সপ্রেশন দিল তা দেখে তাজ্জব নেটিজেনরা। কখনো খিলখিলিয়ে হাসি, কখনও ভ্রূ কুঁচকে কথা বলার চেষ্টা, ইউভানের রকমারি ভঙ্গিমা দেখে অবাক বাবা রাজ চক্রবর্তী।
রাজ নিজেই হতবাক হয়ে পোস্ট করেছেন নিজের ছেলের এই ভিডিও। যেখানে ইউভানকে কখনও খিলখিলিয়ে হাসতে দেখা গিয়েছে আবার কখনও আধো আধো স্বরে ভ্রূ কুঁচকে কিছু বলতে শোনা গিয়েছে। ক্যামেরা দেখে তার এত উৎসাহ, নেটিজেনরা বলছেন, এসে গিয়েছে বাংলা ইন্ডাস্ট্রির পরবর্তী তারকা। রাজের ছবির পরবর্তী নায়কও সেই হবে।
দেখুন মন ভাল করা সেই ভিডিও…
View this post on Instagram