GoomZoom
Nonstop Entertainment

“এডিট করে নিজেকে স্লিম দেখানোর কি আছে?” সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে কটাক্ষের মুখে নুসরাত জাহান!

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান। দীর্ঘদিন ধরেই টলিউডে অভিনয় করছেন তিনি। সম্প্রতি তিনি মা হয়েছেন।মা হওয়ার পরে কাশ্মীর থেকে ঘুরে এসেছেন অভিনেত্রী। তার পরবর্তী সিনেমা যশ দাশগুপ্ত সাথে দেখা যাবে।

এমনিতেই অভিনেতা যশ দাশগুপ্ত সাথে দারুন সময় কাটাচ্ছেন অভিনেত্রী। শুটিং করছেন জমিয়ে।এমনকি মা হওয়ার পরেও রীতিমত হট এবং স্লিম ফিগার রেখে দিয়েছেন অভিনেত্রী।

এমনিতে সোশ্যাল মিডিয়া বেশ সক্রিয় অভিনেত্রী নুসরত জাহান। তার বিভিন্ন মুহুর্তের ছবি ভাগ করে নেন অনুগামীদের সাথে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া তে তিনি নিজের বেশ কিছু ফটোশুটের ছবি ভাগ করে নিয়েছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে রীতিমত হট লুকে ধরা দিয়েছে ঈশানের মাম্মা।

 

View this post on Instagram

 

A post shared by Nusrat (@nusratchirps)

তার এই হট লুক দেখে রীতিমত সোশ্যাল মিডিয়া জুড়ে উষ্ণতা ছড়াচ্ছেন অভিনেত্রী। এর মধ্যেই কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী। তার ছবির নিচে যেমন অনেকে ভালোবাসা জানিয়ে কমেন্ট করেছেন তেমনি রীতিমত কটাক্ষ ধেয়ে এসেছে। জনৈক নেটিজেন কমেন্ট করেছেন ” অতিরিক্ত এডিট করে নিজেকে স্লিম দেখাচ্ছেন নুসরত” যদিও অনুগামীরা পাল্টা কমেন্ট করতেও ছাড়েনি অনুগামীরা।

Comments
Loading...