আর কিছুক্ষণ পরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তৃণা। টলি তারকা নীল ভট্টাচার্যের সঙ্গে দীর্ঘদিনের প্রেম পাচ্ছে পরিণতি। অন্যদিকে আজকেই তৃণা যে চরিত্রে অভিনয় করেন অর্থাৎ খড়কুটোর গুনগুন বাড়ি ফিরবেন বার থেকে। এই নিয়েই সিরিয়ালে চলছে এখন হুলুস্থুল।
খড়কুটো এখন স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল। এই সিরিয়াল মাঝেমাঝে টিআরপি রেটিং চার্টে শ্রীময়ীকেও টপকে যাচ্ছে। গুনগুন সৌজন্যর মিষ্টি খুনসুটি দর্শকদের ভারী পছন্দ। কিছুদিন আগেই সিরিয়ালে বিয়ে হয়েছে এই দুই মানুষের। যতই ৩৬৫ দিনের জন্য বিয়ে হোক না কেন যেভাবে গুনগুন আর সৌজন্যের মধ্যে প্রেম বাড়ছে তাতে তারা যে সারা জীবনের জন্য একসঙ্গে থাকবে কথা বলাই বাহুল্য।
<
View this post on Instagram
সম্প্রতি স্টার জলসার তরফেই সিরিয়ালের একটি প্রোমো প্রকাশ করা হয়েছে সেখানেই দেখা যাচ্ছে গুনগুন মদের ঘোরে বেহুঁশ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রলাপ বকছে। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে তুমি কোথা থেকে ফিরছো সে স্পষ্ট বলে দেয় আমি তো বারে গিয়েছিলাম। সেই শুনে চমকে ওঠে সকলে। এর পরে কী হবে তা জানার জন্য আজকে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আপনাদের দেখতে হবে খড়কুটো।