GoomZoom
Nonstop Entertainment

শেষমেষ কিনা কন্ডোম পরীক্ষা করবেন নায়িকা রকুলপ্রীত সিং? বাতাসে ভেসে আসছে এমনটাই খবর।

আসলে খবরটা সত্যি। তবে বাস্তবে নয়, একটি ছবিতে কন্ডোম টেস্টারের ভূমিকায় অভিনয় করতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী রকুল প্রীত সিং।

পাঠকদের সুবিধার জন্য কন্ডোম টেস্টার সম্পর্কে লেখা যাক। সাধারণত কন্ডোম প্রস্তুতকারী সংস্থাগুলি তাদের উৎপাদিত কন্ডোম ব্যবহার করে দেখার জন্য প্রাপ্ত বয়স্ক মানুষদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। নতুন কোনো কন্ডোম তৈরি হলে চুক্তি অনুযায়ী প্রাপ্তবয়স্করা প্রথমে সেগুলি পরীক্ষা করে। যৌনসঙ্গমের সময় কন্ডোমগুলি কতটা কার্যকর সেই রিপোর্ট কোম্পানিকে দেয় তারা যা অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। সেই রিপোর্টের উপর ভিত্তি করেই নতুন কন্ডোম আসে বাজারে।

আরও পড়ুন- অস্কার ওয়েবসাইটে শ্রদ্ধা জানানো হল সুশান্তকে, আপ্লুত অভিনেতার অনুরাগীরা

এবার এই কন্ডোম টেস্টারের ভূমিকায় দেখা যাবে রকুল প্রীতকে। স্বাভাবিকভাবে এটি অত্যন্ত একটি সাহসী চরিত্র এবং বিষয়টি বেশ অভিনব। জানা গিয়েছে ছবিতে কমেডিও থাকবে। ছবির নাম এখনও ঠিক হয়নি। রকুলের বিপরীতে কে থাকবেন তাও এখনো জানা যায়নি। করোনা পরিস্থিতি ঠিক হলে শুরু হবে সিনেমার শুটিং।

Comments
Loading...
error: Content is protected !!