GoomZoom
Nonstop Entertainment

অরিজিৎ সিংকে পাকিস্তানের জন্য এই কাজটা করতেই হবে, জোরগলায় দাবি করলেন আতিফ আসলাম!

‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির ‘দিল দিয়া গল্লা’ গানটি গাওয়ার কথা ছিল অরিজিৎ সিং-এর। কিন্তু সলমন খানের জন্যই সেই গান থেকে বাদ পড়েন অরিজিৎ। এরপর এই গান গাওয়ানো হয় পাক গায়ক আতিফ আসলামকে দিয়ে। এই নিয়ে বিতর্কও হয় প্রচুর।

এবার সেই আতিফ আসলামের গলাতেই উঠে এল অরিজিতের সম্পর্কে প্রশংসা। অরিজিতের গাওয়া ‘হাওয়ায়ে’ গানটি শুনতে শুনতে গাড়িতে সওয়ার হলেন আতিফ।

শোনা যাচ্ছে, আগামী মিউজিক ভিডিও ‘রফতা রফতা’র জন্য উত্তর পাকিস্তানে শুটিং করছেন আতিফ আসলাম। গাড়িতে করে সেই শুটিং-এ যাওয়ার সময় একটি ভিডিও পোস্ট করেন তিনি সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়িতে ‘হাওয়ায়ে’ গানটি শুনতে শুনতেই নিজের গন্তব্যে যাচ্ছেন আতিফ।

এই ভিডিও পোস্ট করে অরিজিতকে ‘ভাই’ সম্বোধন করে আতিফ লেখেন, “কল্পনা করুন অরিজিৎ আমাদের অনুরাগীদের জন্য পারফর্ম করছেন। খুব সুন্দর গেয়েছ ভাই”।

আতিফের সঙ্গে সহমতও হয়েছেন তাঁর অনুরাগীরা। একজন আবার বলেছেন, “আমিও যখন উত্তর পাকিস্তান যাই, এই গানটা শুনতে শুনতে যাই”।

এছাড়াও আরও নানান কমেন্টে ভরে উঠেছে গায়কের কমেন্ট বক্স। অনেকেই অরিজিতকে স্বাগত জানিয়েছেন তিনি যাতে পাকিস্তানে পারফর্ম করতে যান।

 

View this post on Instagram

 

A post shared by Atif Aslam (@atifaslam)

Comments
Loading...